Header Ads

Header ADS

আসুন জেনে নিন আমাদের সম্পর্কে



আপনি কি খাঁটি ফ্যাশনিস্তা? নাওযাখাওয়া ভুলে কি আপনি শুধুই ইন্টারনেটে লেটেস্ট ফ্যাশন ট্রেন্ড খোঁজেন? হাই ফান্ডা ফ্যাশন ডিজাইনার থেকে শুরু করে নিউমার্কেট এর ফুটপাথ, সব ট্রেন্ড আপনার কাছে যথাসময়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব এবার থেকে আমাদের!

মানুষের সৃষ্টিশীল অনুভূতি প্রকাশিত হয় তার বিচিত্রমুখী শিল্পকর্মে। পোশাকও এর বাহন হতে পারে। মানুষের আবেগের সঙ্গে প্রকৃতির সম্পর্ক রয়েছে। ঋতুবদলের ছবি পোশাকে দেখা ও দেখানোর মধ্যে অনেকেই আনন্দ পান। তাই কেউ কেউ তা নিজের চিত্রকর্মে বা অন্য শিল্পের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটায়। কেউ কেউ নিজের পোশাককে ক্যানভাস হিসেবে দেখতে পছন্দ করেন। তাতেই ফুটিয়ে তোলেন নিজের অনুভূতি। উন্নত বিশ্বে এই ধারা বিকশিত হয়েছে অনেক আগেই। আমাদের এখানেও তা শুরু হয়েছে। তাই বাংলাদেশসহ সারা বিশ্বে ঋতুভেদে দেখা যায় ডিজাইনের ভিন্নতা। শীত এলেই ব্যস্ত নগরীর বিলবোর্ডে শোভা পায় জ্যাকেট-সোয়েটার পরা ভারী পোশাকের মডেলদের ছবি। আবার বসন্তে রঙিন ও টিপিক্যাল পোশাকে হাস্যোজ্জ্বল মুখ। গরমে পাতলা পোশাকের কুল লুক।

আর আপনাদের সকল ধরনের ইচ্ছে এবং ডিজাইন এর স্বপ্ন পূরনে আমরা আছি আপনাদের পাশে।




No comments

Powered by Blogger.